কুরআন ও সলাত অনুধাবন ১০০%

SKU100%
 650

Item is in stock
সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য এবং শান্তি ও বরকত বর্ষিত হোক আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন মানবজাতির পথপ্রদর্শক হিসেবে। এর থেকে নির্দেশনা পেতে হলে আমাদেরকে আমাদেরকে কুরআন বুঝে বুঝে পড়তে হবে। দুর্ভাগ্যবশত, আমাদের অধিকাংশই কুরআন বুঝে না। কারণ আমাদেরকে সেভাবে শেখানো হয়নি। আজও, বেশিরভাগ স্কুলে কুরআন বুঝিয়ে পড়ানো হয় না। এর পেছনে একটি প্রধান কারণ হতে পারে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সেখানে সহজ ও উপযুক্ত বইয়ের অভাব।
এই বিষয়টি মাথায় রেখে, আন্ডারস্ট্যান্ড কুরআন একাডেমি-এর উলামায়ে কেরাম, এবং শিক্ষাবিদদের একটি দল কুরআনে কারিমকে পাঠ্যক্রম হিসেবে তৈরি করার দিকে মনোযোগ দেন। যা শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্যই সমান্তরালভাবে উপকারী। এই সিরিজের প্রথম বই কুরআন ও সলাত আনুধাবন (৫০% কুরআনের শব্দ) প্রকাশ করা হয়। এই বইটিতে মৌলিক আরবী গ্রামারের সাথে সাথে, সাধারণত নামাযের মধ্যে ব্যবহৃত সুরা, দুআ ও নামাযের আযকারের সাথে শুধু পরিচয়ই করিয়ে দেয় না বরং ৫০% কুরআনের শব্দের অর্থও শিক্ষা দেয়।    
প্রথম বই এর পর এই বিষয়ের আরও ৪টি বই (কুরআন আনুধাবন সহজ পদ্ধতিতে) প্রকাশিত হয়েছে। সেখানে সমষ্টিগতভাবে সুরা আল-বাকারার-১-১০৫ আয়াতের শাব্দিক অর্থ শিখিয়েছে। সাথে আরবী গ্রামারের অধিনে দুর্বল ক্রিয়া, মাযীদ ফীহ ক্রিয়া, স্রফের অনেক নিয়ম এবং নাহু এর মৌলিক নিয়মও শেখানো হয়েছে। এই ৪টি বই পড়লে আপনি পবিত্র কুরআনের ৯০% শব্দের অর্থ বুঝার যোগ্যতা অর্জন করবেন। (যদি আপনি সূরা আল বাকারা অধ্যয়ন চালিয়ে যান)।
এই সিরিজের কোর্স-৫ এখন আপনার হাতের মধ্যে। এই বইটি সম্পূর্ণ হলে আপনি কুরআনের ১০০% শব্দের অর্থ (সুরা আল-বাকারা, আয়াত, ১০৬-১৪১) বুঝতে পারবেন। (যদি আপনি সূরা আল বাকারা অধ্যয়ন চালিয়ে যান)। এছাড়া ইলমে আরবী গ্রামারের অধীনে নাহুর গুরুত্বপূর্ণ পাঠও শিখতে পারবেন। 
সুবহান আল্লাহ!! কুরআন আসলেই বোঝা খুব সহজ।
বইটির প্রধান বৈশিষ্ট:
চারটি পয়েন্টার ব্যবহার করে প্রতি পাতায় কুরআনের পাঠকে (ঃবীঃ) বিভক্ত করা হয়েছে যাতে সহজে বুঝা যায় এবং পাঠটিও মনে রাখতে সুবিধা হয়।
নতুন শব্দের অর্থ মনে রাখার সুবিধার্থে বিশিষ্ট অর্থবোধক শব্দসমষ্টি র‌্যবহার করা হয়েছে। ইহা একটি নতুন এবং কার্যকর ধারণা যাতে নতুন ভাষা শিখতে সুবিধা হয়। 
যে সকল পাঠ (ঃবীঃ) একটি বিশেষ পয়েন্টারের অধিনে আছে ঐ সকল পাঠকে এক পাঠে (ষবংংড়হ) শিক্ষা দেওয়া হয়। অতিরিক্ত হিসেবে, প্রতি পাঠে একটি করে হাদিস সংযোজন করা হয়েছে যাতে রসূল (সা.)-এর প্রতি সম্মান ও ভালোবাসা গড়ে উঠে। 
কুরআনের আয়াতের অনুবাদ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে শব্দের অর্থের প্রয়োজনের পাশাপাশি আয়াতের অনুবাদ প্রদান করা হয়েছে। এই কাজে প্রামাণিক অনুবাদ ব্যবহার করা হয়েছে। 
নতুন বিশেষ্য এবং ক্রিয়াগুলির তালিকা করা হয়েছে পাঠের শেষে যাতে আরবি ব্যাকরণ অনুশীলন করা যায়। শিক্ষক এটি দায়িত্ব নিয়ে নিশ্চিৎ করবেন যে শিক্ষার্থীগণ যথাযথভাবে বিশেষ্য ও ক্রিয়াগুলি ঞড়ঃধষ চযুংরপধষ ওহঃবৎধপঃরড়হ (ঞচও)  পদ্ধতি ব্যবহার করে অনুশীলন করছে যা তাদেরকে ক্রিয়ার রূপান্তর শিক্ষা করতে সক্ষম করবে।
আরবি ক্রিয়া বিভিন্ন রকমের হয়। পূর্ববর্তী বইয়ে অটুট অক্ষরের তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া শিক্ষা দেওয়া হয়েছে। এই বইয়ের ব্যাকরণ অংশে দুর্বল অক্ষরযুক্ত (معتل) তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া দেওয়া হবে। মাযীদ-ফিহ (مزيد فيه)  ক্রিয়া শিক্ষা দেওয়া হবে আমাদের পরবর্তী বইয়ে, ইনশায়া আল্লাহ।
এখানে একটি ওয়ার্ক বুক (ড়িৎশনড়ড়শ) সংযুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীদের শিক্ষা বৃদ্ধি পায় এবং ক্লাশের কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধি পায়। 
আল্লাহ যেন আমাদেরগুলিকে ক্ষমা করে দেন। কোনো ভুল ধরা পড়লে নি¤েœ উল্লেখিত ঠিকানায় আমাদেরকে জানানোর অনুরোধ রইল যাতে আমরা পরবর্তী সংস্করনে সংশোধন করতে পারি।

আল্লাহ তাআলা আমাদের ভুল-ভ্রান্তি ক্ষমা করুন। বর্তমান সংস্করণের যে কোনো ভুল আমাদেরকে জানাতে প্রিয় পাঠকদের অনুরোধ করছি, যাতে পরবর্তী সংস্করণে আমরা তা সংশোধন করতে পারি। 
ড. আবদুল আযীয আবদুর রহীম

Loading reviews please wait

Submit Review

You must be logged in to submit a review

Login